কমিশনে তৃণমূলের চিঠি! লেখা রাজ্যপালের নাম

অশান্তির প্রেক্ষাপটে ছুটোছুটি করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার নামেই কিনা উঠলো আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ।

author-image
Pallabi Sanyal
New Update
1224

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ভোটের মুখে অশান্ত এলাকাগুলি পরিদর্শনে ব্যস্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উদ্বিগ্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে। আর তার নামেই কিনা নালিশ! রাজ্য নির্বাচন কমিশনে জমা পড়লো চিঠি। কে লিখল? তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রাজ্যপালের নামে কী কী অভিযোগ ? নির্বাচনী বিধি ভঙ্গ, কমিশনারের কাজে হস্তক্ষেপ। চিঠিতে তৃণমূল নেতা অভিযোগ জানিয়েছেন যে সরকারি ভবনে বিজেপি নেতাদের সঙ্গে রাজ্যপালের বৈঠক  আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করছে। রাজ্যের পরিস্থিতির প্রক্ষিতে একাদিকবার কমিশনের ভূমিকায় উঠেছে প্রশ্ন। রাজ্যপালের কাছ থেকে সেটা আসা করা যায় না বলেও নালিশ চিঠিতে উল্লেখ করা হয়েছে।

tmc.jpg

রাজভবনে  কন্ট্রোল রুম নিয়ে সমস্যা তৃণমূলের? রাজ্যপাল নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করা হয়েছে। বিডিওদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করার বিষয়টিও কমিশনের নজরে আনার চেষ্টা তৃণমূলের। সুব্রত বক্সীর অভিযোগ, রাজ্যপালের বিডিওদের কাছ তেকে রিপোর্ট সংগ্রহ করা থেকে পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ, সঠিক নয়।কমিশনের সঙ্গে কথা না বলেই বিজেপি নেতাদের সুরক্ষার জন্য কেন্দ্র তথা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল। চিঠিতে এমনও অভিযোগ করা হয়েছে বোসের বিরুদ্ধে।