জানেন স্বামী বিবেকানন্দ রচিত কিছু রচনার নাম ?

শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে স্বামীজি ভারত ভ্রমণে বের হয়েছিলেন।

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ স্বামী বিবেকানন্দ তাঁর গোটা জীবদ্দশায় বেশ কয়েকটি মৌলিক রচনা করেছেন। তাঁর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল 'বর্তমান ভারত'। এটি তাঁর লেখা বাংলা ভাষার এক প্রবন্ধ। এটি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একমাত্র বাংলা ভাষার পত্রিকা উদ্বোধনের মার্চ ১৮৯৯ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। প্রবন্ধটি ১৯০৫ সালে একটি বই হিসাবে পুনর্মুদ্রিত হয়েছিল এবং পরে স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ রচনার চতুর্থ খণ্ডে সংকলিত হয়েছিল। এই প্রবন্ধে প্রত্যেক ভারতীয়কে একজন ভাই হিসাবে সম্মান করা এবং আচরণ করার কথা বলেছেন।  

এছাড়াও তাঁর লেখা আরও অনেক প্রবন্ধ রয়েছে। যা হল, 'পরিব্রাজক', 'প্রাচ্য ও পাশ্চাত্য', 'ভাববার কথা', 'মদীয় আচার্যদেব', 'পূর্ব ও পশ্চিম', 'ভক্তি যোগ', 'বীরবাণী' এটি একটি কবিতা-সংকলন। এছাড়া, 'কর্ম যোগ', 'রাজা যোগ', বেদান্ত দর্শন: জ্ঞান যোগের বক্তৃতা ইত্যাদি।