নিজস্ব সংবাদদাতা: ভারত সর্বক্ষেত্রে দিনে দিনে বিশ্বে নিজেদের নাম আরও উজ্বল করে তুলছে। স্পোর্টসেও ভারত এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। শধুমাত্র ক্রিকেট বা তথাকথিত জনপ্রিয় গেমস-এই নয়, সব ক্ষেত্রেই ভারত নিজেদের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে চলছে অনবরত। যার অন্যতম একটি উদাহরণ প্যারিস প্যারালিম্পিক ২০২৪। এবছর ভারতের ঝুলিতে এসেছে ২৯ টি মেডেল।
যার মধ্যে রয়েছে ৭ টি স্বর্ণপদক, ৯ টি রৌপপদক এবং ১৩ টি ব্রোঞ্জ পদক। এবছর অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেন। এবছর লেখারা দুটি স্বর্ণপদক পান এবং প্যারালিম্পিকে একাধিক স্বর্ণপদক জিতে তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হয়েছেন। এভাবেই ভারতের জয়ের ধারা বজায় থাকে প্যারালিম্পিকে। যদিও ভারত হয়ত পদক জয়ের তালিকায় শীর্ষে নেই, তবে এবছর ভারতের জয়ের ধারা ভবিষ্যতে ভারতকে শীর্ষে পৌঁছোনর জন্য মনবল গঠনের সিঁড়ি তৈরি করে দিয়েছে অনেকটাই।