নিজস্ব সংবাদদাতা: নিজের অভাবনীয় পারফর্মেন্সের জেরে অলিম্পিকে মেডেল নিশ্চিত করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এবার ফাইনালের লড়াইয়ে নামতে চলেছিলেন তিনি। কিন্তু গত ৭ই অগস্ট সকাল হতে না হতেই এক দুঃসংবাদ মন ভার করে দিয়েছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সেদিন জানিয়েছিল যে, "এটা দুঃখজনক যে ভারতীয় দল ভিনেশ ফোগাটকে মহিলাদের কুস্তির ৫০ কেজির ক্লাস থেকে অযোগ্য ঘোষণা করার খবর জানিয়েছে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালেও তার ওজন ৫০ কেজির কয়েক গ্রাম বেশি ছিল। এই মুহুর্তে দলের দ্বারা আর কোনও মন্তব্য করা হবে না। ভারতীয় দল আপনাদেরকে অনুরোধ করছে ভিনেশের গোপনীয়তাকে সম্মান করুন। "
প্রসঙ্গত, এর আগে মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন আচরণ করার প্রতিবাদে বিজেপি নেতা ব্রিজ ভূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তিনি। কিন্তু তারপরেই অলিম্পিক ফাইনালে জায়গা করে নেওয়ায় অনেক নেটিজেনই মনে করেছিলেন যে, কাজের মাধ্যমেই প্রতিবাদে জয়লাভ করলেন ভিনেশ।
কিন্তু শেষ রক্ষা আর হলো না। অলিম্পিকের দৌড় থেকে বাদ পড়েছিলেন তিনি।