ফিরে দেখাঃ অলিম্পিক থেকে বাদ ভিনেশ ফোগাট, ফাইনালে খেলবেন না তিনি !

ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটকে অতিরিক্ত ওজনের জন্য মহিলাদের কুস্তির ৫০ কেজির বিভাগ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
NHTE

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নিজের অভাবনীয় পারফর্মেন্সের জেরে অলিম্পিকে মেডেল নিশ্চিত করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এবার ফাইনালের লড়াইয়ে নামতে চলেছিলেন তিনি। কিন্তু গত ৭ই অগস্ট সকাল হতে না হতেই এক দুঃসংবাদ মন ভার করে দিয়েছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

Paris Olympics 2024: Vinesh Phogat advances to gold medal match with  dominant win - Sports News | The Financial Express

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সেদিন জানিয়েছিল যে, "এটা দুঃখজনক যে ভারতীয় দল ভিনেশ ফোগাটকে মহিলাদের কুস্তির ৫০ কেজির ক্লাস থেকে অযোগ্য ঘোষণা করার খবর জানিয়েছে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালেও তার ওজন ৫০ কেজির কয়েক গ্রাম বেশি ছিল। এই মুহুর্তে দলের দ্বারা আর কোনও মন্তব্য করা হবে না। ভারতীয় দল আপনাদেরকে অনুরোধ করছে ভিনেশের গোপনীয়তাকে সম্মান করুন। "

From fighting officialdom to reaching Olympic final, Vinesh Phogat makes  her dream a reality – Firstpost

প্রসঙ্গত, এর আগে মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন আচরণ করার প্রতিবাদে বিজেপি নেতা ব্রিজ ভূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তিনি। কিন্তু তারপরেই অলিম্পিক ফাইনালে জায়গা করে নেওয়ায় অনেক নেটিজেনই মনে করেছিলেন যে, কাজের মাধ্যমেই প্রতিবাদে জয়লাভ করলেন ভিনেশ।

Vinesh Phogat: Stunning Six Seconds That Shocked The World, Left Her in  Tears at Paris Olympics 2024 | Times Now

কিন্তু শেষ রক্ষা আর হলো না। অলিম্পিকের দৌড় থেকে বাদ পড়েছিলেন তিনি।