নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালে ভারতে টেকনোলজির দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন সূচিত হয়েছে। AI-এর ব্যবহারে ভারত এক নতুন জেনারেশনে প্রবেশ করেছে ২০২৪ সালে। এবছর প্রায় সর্বক্ষেত্রে ভারত AI এর ব্যবহার শিখেছে।
যার ফলে বহু মানুষ নিজেদের কর্ম-সংস্থানকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। AI প্রকৃত অর্থে এক বছরের মধ্যে ভারতকে অনেক বছরের উন্নয়নে নিয়ে যেতে সক্ষম হয়েছে। শুধুমাত্র ভারত নয় পৃথিবীর উন্নত দেশগুলিতেও AI অভূতপূর্ব পরিবর্তন এনেছে নিজ গুনে।