নিজস্ব সংবাদদাতা: পুষ্পা জ্বরে কাবু গোটা দেশ। মুক্তির অপেক্ষায় অনেক দিন ধরেই দিন গুনছিল ফ্যানেরা। কবে দেখা যাবে শ্রীবল্লি কে? কবেই বা জানা যাবে পুষ্পা ২-এর সম্পূর্ণ গল্প? আর না জানি কত ভাবনা ছিল আল্লু অর্জুন-এর ফ্যানেদের মনে। আর তাই ছবি মুক্তি পেতেই হুড়োহুড়ি পড়ে গেল ফ্যানেদের মধ্যে।
আল্লু অর্জুন-অভিনীত পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ার চলাকালীন আরটিসি রোডে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় বুধবার রাতে। আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং কমপক্ষে দুইজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
যা জানা যাচ্ছে, স্ক্রিনিংয়ের আগে যখন বিশাল জনতা আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে মরিয়া, সেই সময় অভিনেতা আসার সাথে সাথে এন্ট্রি গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। নিহত মহিলার নাম রেবতী, তিনি দিলসুখনগরের বাসিন্দা ছিলেন। তিনি তার স্বামী এবং তাদের দুই সন্তানের সাথে পুষ্পা ২ এর প্রিমিয়ার দেখতে এসেছিলেন। আর জনতার হুড়োহুড়ির মুখে পড়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পুষ্পা ২-এর গোটা টিম থেকে ক্ষমা চাওয়া হয়েছে। একই সাথে দুঃখ প্রকাশও করেছেন কলাকুশলীরা। ইতিমধ্যেই, পুষ্পা ২: দ্য রুল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ছবিটি ভারতে ২১ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই অগ্রিম বুকিংয়ে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে পুষ্পা। যা এবছরে সেরা ব্লকব্লাস্টারও হতে চলেছে।