নিজস্ব সংবাদদাতা: ২০২৪-এ বলিউড ফের নিজের প্রসার জমাতে শুরু করে। একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউড সম্পূর্ণ রূপে কামব্যাক করে এবছর। এই কামব্যাক বড় ভূমিকা রাখে প্রভাসের 'কাল্কি-২৮৯৮ এডি' সিনেমাটি। কয়েকটি ফ্লপ সিনেমার পর প্রভাসও এই সিনেমার মধ্যে দিয়ে কামব্যাক করে।
সিনেমার মুখ্য চরিত্রে দেখা যায় প্রভাস, অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনকে। কলী যুগের শেষে কাল্কি অবতারকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা সিরিজের প্রথম সিনেমা এটি। সিনেমাটি ৬০০ কোটি বাজেটে তৈরি হয় এবং ১০০০ কোটির বেশি টাকা কামায়। সিনেমাটি পরিচালনা করেন নাগ অশ্বিন। সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাবে। এই সিনেমার পরবর্তী পার্টগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।