নিজস্ব সংবাদদাতা: ভুয়ো ভোটার ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার নির্বাচন কমিশনের দ্বারস্ত তৃণমূল। কমিশনে গিয়ে বৈঠক করলেন তৃণমূল সাংসদরা। কমিশন থেকে পায়ে হেঁটে বিজয় চকে গিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। বিজয় চক থেকে পায়ে হেঁটে সংসদভবনে ডেরেক ও ব্রায়েন ও মহুয়া মৈত্ররা। মিছিল করে সংসদভবনে গেলেন তৃণমূল সাংসদদের একটি দল।
/anm-bengali/media/media_files/GhLIsuwvsVZhThlEUVWM.webp)