নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রা করে দলের সদস্য ও সাধারণ মানুষের মতামতের উপরে ভিত্তি করে পঞ্চায়েতের প্রার্থী বেছে নিয়েছিল তৃণমূল। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এবার থেকে পঞ্চায়েতের সমস্ত কাজেরই 'রিভিউ' করা হবে। কাজ না করলে সরেও যেতে হবে। এবার এই ইস্যুতে একধাপ এগোল তৃণমূল। জানা গেছে যে পঞ্চায়েত এলাকার মানুষের যা অভাব-অভিযোগ তা মেটাতে হবে জনপ্রতিনিধিদের। নিজেদেরও বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে, এই সমস্ত কথা জানিয়ে বিশেষ মুচলেকায় সই করাচ্ছে তৃণমূল। অর্থাত্ প্রধান থেকে উপপ্রধান, সভাপতি থেকে সহ সভাপতি সবাই দায়িত্ব ঠিকঠাক পালন করছেন কি না সেটা নিয়ে কড়া নজর রাখবে দল। অনুশাসন না মানলেই পাল্টা কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চায়েতের পদাধিকারীদের আইন উল্লেখ করে শাসক দল একটি ফর্ম তৈরি করেছে যেটা পূরণ করতে হচ্ছে পঞ্চায়েত এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদের। স্পষ্ট বলা হয়েছে যে পরিষেবা দিতে ব্যর্থ হলেই সরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে।