"মুখ্যমন্ত্রী এত নাটকবাজি করলেন কেন?" সোজা কটাক্ষ করলেন এই CPIM নেতা

বিশেষ পোস্ট করলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamjunior

নিজস্ব সংবাদদাতা: কাল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে তার বাসভবনে যায় জুনিয়র ডাক্তাররা। তবে আগের দিনের মতো এই দিনেও তাদের দাবি ছিল লাইভ সম্প্রচার করা হবে যা মানতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। ফলে দীর্ঘ আলোচনার পরেও বৈঠক না করেই ফিরে আসতে হয়েছিল তাদের। এই নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় জুনিয়র ডাক্তারদের। এর আগেও নবান্নে গিয়ে কোনও সদর্থক ফলাফল না পেয়ে ফিরে আসতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিষয়টি বিচারাধীন তাই লাইভ সম্প্রচার করা যাবে না।

WhatsApp Image 2024-09-15 at 12.03.49 AM

এই নিয়ে রাজনীতিক তরজা শুরু হয়ে গেছে। এই নিয়ে এবার সিপিএম নেতা এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী করলেন বিশেষ পোস্ট।

sujan

সুজন চক্রবর্তী লেখেন, সততার প্রতীক" এর

স্বচ্ছতায় এত ভয় কেন?

লাইভ- না,

ভিডিও- না,

রেকর্ডিং- না,

মিনিটস- তাও হবে ন!!

ডাক্তারদের সদর্থক মনোভাবকে

এভাবে দুমড়ে দিলেন কেন?

মুখ্যমন্ত্রী বাড়িতে ডেকে

এত নাটকবাজি করলেন কেন?

মিথ্যাচার ধরা পড়ে যাবে- সেই ভয়ে?

সব কিছুই ক্রমশ স্পষ্ট হচ্ছে

মানুষের কাছে।।