দ্রোহের কার্নিভাল হচ্ছেই! এবার সরকারকে পাল্টা চাপ চিকিৎসকদের

চিকিৎসকদের তরফে জানানো হয়, দ্রোহের কার্নিভাল হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
senior doctors protest

নিজস্ব সংবাদদাতা: মুখ্যসচিব ইমেল করে জয়েন্ট প্লাটফর্ম ও ডক্টরস সংগঠনকে দ্রোহের কার্নিভাল বন্ধ করার কার্যত নির্দেশ দিয়েছিলেন। সেই ইমেলের উত্তর ইতিমধ্যে সংগঠনের তরফে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি সংবাদিক বিবৃতি চিকিৎসকদের এই সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, কোনওভাবেই দ্রোহের কার্নিভাল বন্ধ করা হবে না। তার পাশাপাশি জানানো হয়েছে, গণতান্ত্রিক উপায়ে এটা প্রতিবাদ করা হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ দেখানোর  অধিকার সকলের রয়েছে।  সেই অধিকার থেকেই দ্রোহের কার্নিভাল হবে।  জুনিয়র চিকিৎসকরা আটদিনের ওপর অনশন করছেন। এই পরিস্থিতি জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে কোনও ইতিবাচক ভূমিকা সরকারের তরফে দেখানো হয়নি। 

অন্যদিকে, দুর্গা পুজো বাঙালির আবেগ। কিন্তু কার্নিভাল কোনও উৎসব নয়। এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি শোঅফ করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুজো কার্নিভাল করা সঠিক সিদ্ধান্ত নয় বলেও বিশেষজ্ঞদের একাংশ বলছেন। অন্যদিকে, সোমবার আটটি চিকিৎসকদের সংগঠনকে ডেকেছেন মুখ্যসচিব। স্বাস্থ্যভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতি সংগঠনের দুই জন প্রতিনিধি যেতে পারবেন। তবে এই বিষয়ে আলোচনা করেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।