নিজস্ব সংবাদদাতা: রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজেপি (BJP) বিরোধিতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিপিএম (CPIM)। কলকাতায় রেড রোডে (Red Road) ঈদের (Eid) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যের সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) দাবি করেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার জন্য আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত। তাঁর দাবি এটাই যে বিজেপির সঙ্গে সংসার করেছেন মমতা। সেই অপরাধটা স্বীকার করতে হবে তাঁকে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরএসএস -এর (RSS) শাখার সংখ্যা বাড়ছে বলেও দাবি তাঁর।