আরজি কর মামলা কোথায় দাঁড়িয়ে, জানাবে জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্ট

রীতিমতো ক্ষুব্ধ জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্ট থেকে শুরু করে নাগরিক সমাজের প্রত্যেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
junior doctor meeting

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৯ নভেম্বর আসতে আর সাত দিন বাকি। আর তাহলেই আরজি করের পাশবিক ধর্ষণ ও হত্যালীলার তিন মাস পূর্ণ হয়ে যাবে। অথচ এই মামলার এখনও কোনও গতিই আনতে পারেনি সিবিআই। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্ট থেকে শুরু করে নাগরিক সমাজের প্রত্যেকে। গতকালই এই নিয়ে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্টের সদস্যরা। সেখান থেকেই চরম আশঙ্কার কথা বলেন ডঃ দেবাশীষ হালদার। তাঁর কথায়, এরকম চলতে থাকলে অভিযুক্তরা জামিন পেয়ে যাবে সিবিআইয়ের অকর্মণ্যের জেরে। 

junior doctors 1111

এই প্রসঙ্গে আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় ডাঃ রাজদীপ বলেছেন, “আমরা চাই যে এই ধর্ষণ ও খুনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা গ্রহণ করুক। সকল অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটা শক্ত চার্জশিট হওয়া উচিত। যাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি তাদের বিরুদ্ধে করা হবে। ৯ নভেম্বর এই ঘটনার ৯০ দিন পূর্ণ হবে। এই দিনে আমরা এই ঘটনায় এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত বড় ঘটনা প্রদর্শন করব। আমি বলতে চাই আমরা থামব না, প্রতিবাদ চলবেই”।