নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিনের প্রবল গরমের পরে স্বস্তির বৃষ্টি পেল কলকাতাবাসী। দক্ষিণ বঙ্গবাসীর প্রাণে ঠান্ডার আমেজ এনে দিয়েছে দিন কয়েকের বৃষ্টি। বিগত দুদিন ধরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ ১০ মে শুক্রবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ৯ টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। যার ফলে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পুরুলিয়া, কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাতেও ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।