কেন শিয়ালদা ESI-র অগ্নিকাণ্ড! নব মহাকরণে জরুরি বৈঠক

শিয়ালদা ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নব মহাকরণে জরুরি বৈঠক হয়। শ্রমমন্ত্রীর সঙ্গে ইএসআই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
esi hospital

নিজস্ব সংবাদদাতা: শিয়ালদা ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নব মহাকরণে জরুরি বৈঠক হয়। শ্রমমন্ত্রীর সঙ্গে ইএসআই কর্তৃপক্ষের  সঙ্গে বৈঠক হয়। শিয়ালদা ইএসআই হাসপাতালের সুপার এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ফায়ার অডিট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার রিপোর্ট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আমরি হাসপাতালের দুঃস্বপ্ন ফিরল শিয়ালদার ইএসআই হাসপাতালের। শুক্রবার ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। মেল সার্জারি ওয়ার্ডের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত রোগী ক্যানসারের রোগী ছিলেন। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা ছিল। একধিক রোগী অগ্নিকাণ্ডের সময় প্রাণভয়ে ওপর থেকে নীচে নেমে আসার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই হাসপাতালে যান দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু কেন হাসপাতালে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি।  ঘটনায় দুই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। 

 tamacha4.jpeg