যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট বসানোর প্রস্তাব, চিঠি লালবাজারের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর আউটপোস্ট বসানোর প্রস্তাব দিল লালবাজার।

author-image
Tamalika Chakraborty
New Update
Jadavpur University

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট স্থাপনের প্রস্তাব দিল লালবাজার। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। প্রশাসনের যুক্তি, ক্যাম্পাসে নজরদারি বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ক্যাম্পাসে পৌঁছলে তাঁকে ঘিরে স্লোগান দেন ছাত্রছাত্রীদের একাংশ। সেই সময় সিভিল পোশাকে পুলিশের প্রবেশ ঘিরেও বিতর্ক তৈরি হয়। এবার সরাসরি ক্যাম্পাসে একটি আউটপোস্ট বসানোর উদ্যোগ নেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল। পুলিশি নজরদারি প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর বক্তব্য, "যাঁরা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হুমকি দিচ্ছেন, তাঁদের উপর কোনও নজরদারির প্রয়োজনীয়তা প্রশাসন অনুভব করছে না। অথচ এটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, যা রাজ্যের শিক্ষার মান ধরে রেখেছে।"

lalbazar.jpg

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভেতর পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রাখার চেষ্টা চলছে। এতে স্পষ্ট, সরকারই ক্যাম্পাসের অস্থিরতা বজায় রাখতে চাইছে।" পুলিশের দাবি, শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে ছাত্র সংগঠনগুলির একাংশের অভিযোগ, এটি আসলে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপের চেষ্টা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ নিয়ে কী অবস্থান নেয়, সেদিকে এখন নজর সকলের।