তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারি চাইছেন কুণাল, চাইছেন প্রতিবাদের মানববন্ধনও!

তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় তিনি তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হন। এরপরই এই নিয়ে সিপিএমকে আক্রমণ করে তৃণমূল। অভিযোগ ঘিরে সিপিএমের অন্দরেও শোরগোল শুরু হয়। কয়েক ঘণ্টা পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। 

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক মহিলা সাংবাদিক বলেন, “আজ আমার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর। আমার ক্যামেরা ম্যান বলছিলেন, কে কোথায় বসবেন। সেই উনি বলেন, আমি কোথায় বসব? এখানে বসব। বলতে বলতে আমার দিকে সরে আসেন। আমার কোলে বসে পড়েন। এর আগেও অনেকবার উনি ইয়ার্কি করেছেন। ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেন। আগে আমি উপেক্ষা করেছি। এখন মনে হচ্ছে, তা করা ঠিক হয়নি। আজও আমি বিষয়টি সামলে তাঁর ইন্টারভিউ নিয়েছি। তবে তার আগে তাঁকে বলি, আপনি ইয়ার্কি করেন জানি। কিন্তু, এরকম করবেন না। আমার ভালো লাগে না”। সেই সময় তাঁর ক্যামেরা অন ছিল না বলে জানান ওই মহিলা সাংবাদিক। 

1620495360_tanmay.jpg

এই ঘটনার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল মুখপাত্র তথা বরিষ্ঠ সাংবাদিক কুণাল ঘোষ। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “তরুণী সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের মহান কমরেড, সদ্য বরানগরে প্রার্থী হওয়া তন্ময় ভট্টাচার্য। ক'দিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেপ্তার চেয়ে মানববন্ধন? বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে সুশান্তর খাট হয় এখন তন্ময়; সিপিএম আছে সিপিএমেই”।

 

এদিন এই ভাবেই ফের একবার জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদকে ব্যঙ্গ করে এই ঘটনার তীব্র নিন্দা জানান কুণাল ঘোষ।