নিজস্ব সংবাদদাতা: আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক। 'পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে। আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন', ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের, খবর সূত্রের। 'কেউ আমার অফিস থেকে এসেছি বললে, জানানো হবে জেলা সভাপতিকে। আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না, টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খবর সূত্রের।
/anm-bengali/media/media_files/VzFQBG1nSL37dTXAuO0t.jpg)