নিজস্ব সংবাদদাতা:সুপ্রিম কোর্টে আজ আবার পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ মামলাটি ওঠে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে। তবে সময়ের অভাবে শুনানি হল না আজ। সুপ্রিম কোর্ট জানাল যে এই মামলার শুনানিতে একটু সময় লাগতে পারে। প্রয়োজনীয় সেই সময় আজ তাদের কাছে নেই। তাই শুনানি করা সম্ভব হল না। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে মার্চ মাসে।
এই নিয়ে সুপ্রিম কোর্টে ১৪ বার উঠল এই মামলা। বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে।