নিজস্ব সংবাদদাতা: ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসা সেবায় নিয়োজিত রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আর জি করের নিহত ডাক্তারের প্রসঙ্গ তুললেন।
আর জি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ভাইদের দায়িত্ব দিচ্ছি বোনদের রক্ষা করুন। একটা খারাপ কাজ হলে অনেক কথা বলা হয়। বাম সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হতো। একজন রাজ্য মন্ত্রীর হাতে চিকিৎসা দপ্তর ছিল। তার কিছুই করার ছিল না। চিকিৎসকদের রাজনৈতিক রঙ নেই তারা মানবতার মুখ। মানুষের কাছে চিকিৎসকদের অবদান অপরিসীম। অপরাজিতা বিল পড়ে রয়েছে এখনও, পাশ হতে বাকি আছে"।