নিজস্ব সংবাদদাতাঃ তিন দিনের জন্য দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, নীতি আয়োগের বৈঠকের জন্য প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করতে যাবেন তিনি।
/anm-bengali/media/post_attachments/690912a75e1e3dc39618e9124bc247ef4710c5ca3f4c3992dedefb9de5660403.jpeg?impolicy=abp_cdn&imwidth=320)
এছাড়াও, বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
/anm-bengali/media/post_attachments/2387039d7f98f317b6894fb19230104d10c3862bfa2ce59889bec937da98c606.jpg?w=414)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)