সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে আন্দোলন আরও তীব্র হবে! সতর্ক করলেন আন্দোলনকারী চিকিৎসক

সিনিয়রদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে আন্দোলন তীব্র হবে, সতর্ক করলেন জুনিয়র চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors 1111

নিজস্ব সংবাদদাতা:  জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করতে গণইস্তফার দিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। সেই সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে আন্দোলন আরও তীব্র হবে। সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। 

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন,  আজকে আমাদের বিভিন্ন মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টিরা আমাদের পাশে থাকার বার্তা দিতে প্রতীকি অনশনে বসেছেন। তাঁরা আমাদের কষ্ট সহ্য করতে না পেরে গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।  আরজি করের প্রায় ৫০ জন চিকিৎসক গণইস্তফা দিয়েছে। এসএসকেএম  ও মেডিক্যাল কলেজ সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে। তার মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি না দিলে গণইস্তফা দেবেন বলে জানিয়েছেন। তাঁরা আমাদের পাশে থেকে আমাদের মনোবল আরও বাড়িয়েছেন।  এরপরেই তিনি বলেন,  আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি ও প্রশাসনিকভাবে নানারকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁরা এই পদক্ষেপ কেন নিয়েছেন তার জন্য নানারকমভাবে জবাবদিহি চাওয়া হচ্ছে। আমরা জানি না এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। কিন্তু, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছি এই যে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের স্যার-ম্যাডামরা যে পদক্ষেপ নিচ্ছেন তার জন্য তাঁদের ওপর যদি কোনওরকম অন্যায়ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে। তাঁদের প্রতি কোনও অন্যায় আমরা কোনও অবস্থাতেই মেনে নেব না।

 tamacha4.jpeg