উন্নত প্রযুক্তির অটোমেটেড ওয়েদার অবজারবিং সিস্টেম এবার কলকাতা বিমানবন্দরে

অটোমেটেড ওয়েদার অবজারবিং সিস্টেমে কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠানামা পর্যবেক্ষণ করা যাবে। দুই রানওয়ের দুই প্রান্তে এয়ারক্রাফটের টাচডাউন পয়েন্টে দু জোড়া সেন্সর বসানো হয়েছে। অন্য ১ জোড়া সেন্সর রানওয়ের মাঝে বসানো হয়েছে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Airport

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এবার অটোমেটেড ওয়েদার অবজারবিং সিস্টেমে কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠানামা পর্যবেক্ষণ করা যাবে। দুই রানওয়ের দুই প্রান্তে এয়ার ক্রাফটের টাচডাউন পয়েন্টে দু জোড়া সেন্সর বসানো হয়েছে। অন্য ১ জোড়া সেন্সর রানওয়ের মাঝে বসানো হয়েছে।

 

হাওয়া অফিস এবং মৌসম ভবনের সহায়তায় এই ব্যবস্থা চালু হয়েছে। বিমানবন্দরের রানওয়ের দুপাশে ছয়টি সেন্সর বসানো হয়েছে। সেন্সরগুলি তাপমাত্রা, বাতাসের গতি, আপেক্ষিক আর্দ্রতা, রান ওয়ের দৃশ্যমানতা এবং মেঘের উচ্চতা সহ আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করবে। এই সঙ্গে রিয়েল-টাইম ডেটা সিস্টেমে সরবরাহ করবে।

 

আবহাওয়ার পরিস্থিতি মূল্যায়ন করতে ও বিমান চলাচল পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে মনে করছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে বিমান পরিচালনায় আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রতি ৩০ মিনিটে অন্তর পাওয়া যেত। কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে কলকাতা বিমানবন্দরে প্রায়ই বিমান পরিচালনা ব্যাহত হয়।

নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থায় আবহাওয়া পরিবর্তনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। বিমানের ওঠা নামায় এই ব্যবস্থা সহায়ক হবে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।