আরজি কর মামলার রায়দান: শিয়ালদাহ আদালতে আনা হল সঞ্জয় রায়কে

কিছুক্ষণ আগেই আদালতে আনা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
r g karnews

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে এলো সেই দিন। আর কিছুক্ষণ পরই আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা হতে চলেছে। ঘটনার দিন থেকে আজ পর্যন্ত সময়সীমা ৫ মাস ৯ দিন। আর এই ৫ মাস ৯ দিনের মধ্যে এই মামলায় বয়ে গিয়েছে বহু জল। জুড়েছে রাজনৈতিক বিবাদও। আর আজ এই সব পেরিয়ে হতে চলেছে ‘Rarest of the Rare’ মামলার রায়দান। 

সকাল থেকেই শিয়ালদাহ আদালত চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এমনকি কোর্ট চত্বরের সামনে যান নিয়ন্ত্রণও হয়েছে। আর কিছুক্ষণ আগেই আদালতে আনা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। কার্যত নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে এদিন আদালতে প্রবেশ করেন সঞ্জয় রায়। এমন নজিরবিহীন ছবি এর আগে কেউ দেখেছে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। 

Sanjay

পাছে সঞ্জয় রায় সাংবাদিকদের মুখোমুখি যাতে না হয়ে যায়, সেই জন্যে এদিন অভিনব পন্থা গ্রহণ করে পুলিশ। গ্রিন করিডোর করে যেরকম আনা হয় সঞ্জয় রায়কে, ঠিক তেমনি একই দেখতে দুটি পুলিশ ভ্যানকে আদালতে আনা হয়। দুটি ভ্যানই কড়া নিরাপত্তায় মুখে রাখা হয়। যাতে সাংবাদিকরা বুঝতে না পারে, কোন ভ্যানে সঞ্জয় রায় রয়েছে, তাই এমনই অভিনব পথ বেছে নেওয়া হয় এদিন।  

ceruuuol