নিজস্ব সংবাদদাতা: তৃণমূল (TMC) জাতীয় দলের মর্যাদা হারালো (National Party)। সোমবার এই ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। জাতীয় দলের মর্যাদা হারানোয় এবার এই দল কয়েকটি সুবিধা পাবে না।
১. জাতীয় দলের মর্যাদা যাদের রয়েছে সেই দলের নির্বাচনী প্রতীক (Election Symbol) দেশের কোথাও কোনও দল ব্যবহার করতে পারবে না। তৃণমূলের যেহেতু দু’টি রাজ্য পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে প্রাদেশিক দলের মর্যাদা রয়েছে তাই সেই সুবিধা থাকবে। কিন্তু এই দুই রাজ্যের বাইরে তৃণমূলকে লড়তে হলে নিজস্ব প্রতীক পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
২. জাতীয় দলের প্রার্থীরা ভোটে দাঁড়ানোর সময় মনোনয়নে এক জন প্রস্তাবক লাগে। এখন আর সেই সুবিধা পাবে না তৃণমূল। তবে পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে এই দল থাকায় সেখানে এই সুবিধা মিলবে।
৩. ভোটের সময়ে দেশে জাতীয় দলের ভোটার লিস্টের (Voter List) দু’টি কপি বিনামূল্যে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। শুধু পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে পাবে তৃণমূল এই সুবিধা।
৪. রাজধানী দিল্লিতে জাতীয় দল জমি বা বাড়ি পায় দলীয় দফতর তৈরিতে। সেই সুবিধা পাবে না তৃণমূলের।