BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে

চাকরি প্রার্থীদের জন্য মহাসুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । ছত্তিসগঢ়ে শুরু হচ্ছে শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে বিপুল  নিয়োগ ।

author-image
New Update
joboffer

নিজস্ব সংবাদদাতাঃ  যাঁরা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য সুখবর। কারণ ছত্তিসগঢ় প্রফেশনাল এক্সামিনেশন বোর্ডের তরফে শিক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ৯ই মে, ২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। লেকচারার, শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে বিপুল  নিয়োগ করা হবে। লক্ষাধিক যুবক-যুবতী এই পরীক্ষার জন্য আবেদন করবেন বলে মনে করা হচ্ছে । এই পরীক্ষাটি পরিচালনা করবে ছত্তিসগঢ় ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল (ব্যপম)। জারি হওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে, গোটা ছত্তিসগঢ় রাজ্যের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নিযুক্ত প্রার্থীদের বেতন হবে ২৫৩০০ টাকা থেকে ৩৮১০০ টাকা।

কিভাবে আবেদন করবেন? 

১। ছত্তিসগঢ় ব্যপম বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে vyapam.cgstate.gov.in যেতে হবে।

২। মেন্যু বারে নিয়োগ অথবা কর্মজীবন বিভাগ নির্বাচন করে বিজ্ঞাপনটি ডাউনলোড করতে হবে এবং সমস্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ে নিতে হবে।

৩। এবার ছত্তিসগঢ় ব্যপম শিক্ষক নিয়োগ ২০২৩ নিয়োগের জন্য় আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি, স্বাক্ষর এবং ছবি জুড়ে দিতে হবে।

৪। নির্দেশাবলী অনুযায়ী নির্ধারিত আবেদন ফি প্রদান করতে।

শূন্য পদের সংখ্যা:সমগ্র রাজ্যে নিয়োগের জন্য ১২৪৮৯টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষক, শিক্ষক এবং লেকচারারের শূন্য পদের সংখ্যা যথাক্রমে ৬২৮৫, ৫৭৭২ এবং ৪৩২টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ/ স্নাতক/ স্নাতকোত্তর/ ডিপ্লোমা/ বি.এড এবং ডি.এড ডিগ্রিপ্রাপ্ত সমস্ত প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারেন।