নিরাপদ নয় ইউক্রেন - যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি নিয়ে ইউক্রেনের দুশ্চিন্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও অবকাঠামো বিনিয়োগ চুক্তি নিয়ে চিন্তিত ইউক্রেন। চুক্তির শর্ত পরিবর্তনের দাবি জানালেও দেশটির সংসদে এ নিয়ে মতবিরোধ রয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এক চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইউক্রেন। যদিও ইউক্রেন চায়, চুক্তিতে আরও বেশি মার্কিন বিনিয়োগ আসুক, কিন্তু কিছু শর্ত নিয়ে তারা চিন্তিত। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ, তেল-গ্যাস, রেলপথ, বন্দর ও সড়কে বিনিয়োগের বড় সিদ্ধান্ত নিতে পারবে। তবে, চুক্তির মেয়াদ নির্দিষ্ট নেই, যা ইউক্রেনের জন্য চিন্তার কারণ। ইউক্রেনের ভয়, এই চুক্তি তাদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেয়েছে, তা ফেরত দিতে হতে পারে।

Zelensky

এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ইউক্রেন চায়, কিছু শর্ত পরিবর্তন করা হোক। তবে ইউক্রেনের সংসদের অনেকেই চুক্তির বিরোধিতা করছেন। তারা বলছেন, 'এতে যুক্তরাষ্ট্রের লাভ বেশি এবং এই চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।' প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, আইন বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন। সবদিক ভেবে সংসদের অনুমোদনের পরই চুক্তি হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।