নিজস্ব সংবাদদাতাঃ বন্যার কবলে ব্রাজিল। প্রাকৃতিক বিপর্যয়ে ঘরছাড়া প্রায় ৭০ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত ৭৪। খোঁজ নেই ৭০ জনের। অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পোর্তো আলেগ্রের অবস্থা অত্যন্ত খারাপ।
নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে বন্যার ছবি। ব্রাজিলের বহু শহরের রাস্তা নদীতে পরিণত হয়েছে। ভেঙে গিয়েছে বহু সেতু ও পথ। নেমেছে ভূমিধস। এক অঞ্চলে একটি বাঁধের একাংশও বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে।