Bangladesh: বাংলাদেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার

নৈরাজ্যের বাংলাদেশ। এবার ইউনূসের দেশ থেকে সহায়তার হাত গোটাচ্ছে আমেরিকা। পরিস্থিতি বলছে, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে বিদেশনীতিতে বদল এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
1737646655_trump_5jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নৈরাজ্যের বাংলাদেশ। এবার ইউনূসের দেশ থেকে সহায়তার হাত গোটাচ্ছে আমেরিকা। ইতিমধ্যে সংবাদপত্র সূত্রে খবর, ট্রাম্প প্রশাসনের নির্দেশমতো রাজধানী ঢাকা ছেড়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কর্মকর্তারা। ওয়াশিংটনে রিপোর্ট করতে হবে আজকের মধ্যেই। পরিস্থিতি বলছে, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে বিদেশনীতিতে বদল এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আবার, ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতো বাংলাদেশে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID।