নিজস্ব সংবাদদাতা:ভ্যালেন্টিনা পেট্রিলো, একজন ৫০ বছর বয়সী ইতালিয়ান ট্রান্সজেন্ডার অ্যাথলিট। এই প্রথম প্যারালিম্পিকে অংশ নিচ্ছেন এই ৫০ বছর বয়সী ট্রান্সজেন্ডার অ্যাথলিট। তিনি প্যারিসে T12 ২০০ মিটার এবং ৪০০ মিটার ইভেন্টে এবার অংশগ্রহণ করছেন। তবে সেই অংশগ্রহণেও ইতিমধ্যে দেখা গিয়েছে বিতর্ক।
স্প্যানিশ আইনজীবী আইরিন আগুয়ার সিলেকশন পর্বে এই বিষয়টি সামনে আনেন। আর সেটাও তখনই আনেন যখন পেট্রিলো স্প্যানিশ অ্যাথলিট মেলানি বার্গেসকে ওই ইভেন্টে হারিয়ে দেন। আগুয়ার দাবি করেন, অন্যায় ভাবে পেট্রিলোকে এই ইভেন্টে যোগ করানো হয়েছে। আর তখনই তাঁর ট্রান্সজেন্ডারের বিষয়টি সামনে আসে।
যদিও সভাপতি অ্যান্ড্রু পার্সনস পেট্রিলোর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন৷ আপাতত স্প্যানিশ আইনজীবীর দাবিকে গুরুত্ব সহকারে দেখা না হলে, এবারের প্যারালিম্পিক্সে ইতিহাস গড়বেন প্রথম রূপান্তরকামী অ্যাথলিট।