নিজস্ব সংবাদদাতা: এক হাত নেই, তাও তাকে দমিয়ে রাখতে পারেনি শারীরিক প্রতিবন্দ্বিতা। বরং তিনি হয়ে উঠেছেন ভারতের সর্বকালের সেরা একজন 'জ্যাভেলিন থ্রো' খেলোয়াড়। তিনি দেবেন্দ্র ঝাজারিয়া।
তিনি প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জয় করেছেন। এবং প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হয়ে উঠেছেন। ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভিলিন নিক্ষেপে তিনি প্রথম স্বর্ণ পদক জয় করেন।
২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি তার আগের রেকর্ডকেও ছাপিয়ে যান এবং একই ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। এই খেলোয়াড়ের সাফল্য ও এগিয়ে চলার প্রেরণা গোটা ভারতকে তার ভক্ত করে তুলবে।