নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশাল বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্টার প্রথম বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ থেকে এক বছর আগে, ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।" এই বক্তব্য রেখে শিরোনামে উঠে এসেছেন যোগী আদিত্যনাথ।
#WATCH | Ayodhya: UP CM Yogi Adityanath says, "I extend best wishes to everyone on the first anniversary of Ram Mandir Prana Pratishtha... A year ago today, the Ram Mandir Prana Pratishtha ceremony was held after ending a wait of 500 years..." pic.twitter.com/dokgSInWki
— ANI (@ANI) January 11, 2025