রাহুল গান্ধীকে 'নমুনা' বলে উল্লেখ! ফের বিতর্কের কেন্দ্রে যোগী আদিত্যনাথ

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi adityanath rt1.jpg


নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাহুল গান্ধীকে 'নমুনা' (নমুনা) বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, "তাঁর (যোগী আদিত্যনাথ) দর্শন খুবই সংকীর্ণ। সংবিধান এবং এর সারমর্মের সাথে তাঁর কোনও সম্পর্ক নেই। এটা গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয় যে এই ধরনের লোকেরা মর্যাদাপূর্ণ পদে বসে আছে।"

manoj jha