নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি নুসরতের সাথে তাঁর সম্পর্ক বেশ চর্চায় এসেছিল। দুই লাভবার্ডসকে বহুবার ক্যামেরাবন্দী করেছে বহু মাধ্যম। কিন্তু এবার সেই যশই ধরা দিচ্ছেন অন্য কারোর সাথে। বারবারই দেখা যাচ্ছে তাঁদেরকে। আর তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
আসলে প্রথম বলিউড ডেবিউ করতে চলেছেন যশ সেনগুপ্ত। ‘ইয়ারিয়াঁ ২’ ছবিতে নিজের ডেবিউ করছেন যশ। এখন তাই মুম্বইয়েই বেশির ভাগ সময়টা কাটছে তাঁর। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার। এই সিনেমার টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর এবার ছবির প্রথম গান প্রকাশ্যে আসছে। ‘সিমরু তেরা নাম’ গানের পোস্টার ইতিমধ্যেই শেয়ার করেছেন যশ। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেটি শেয়ার করেছেন তিনি। গানটি লঞ্চ করছে আগামী ৬ সেপ্টেম্বর।