মার্কিন সুপ্রিম কোর্ট তাহওয়ার হুসেন রানার রিট অফ সার্টিওরারির আবেদন খারিজ করার বিষয়ে, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত কি বলেছেন?

কি বলেছেন সঞ্জয় রাউত?

author-image
Aniket
New Update
x

 

 

নিজস্ব সংবাদদাতা: মার্কিন সুপ্রিম কোর্ট তাহওয়ার হুসেন রানার রিট অফ সার্টিওরারির আবেদন খারিজ করার বিষয়ে, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "এটি একটি বিচারিক প্রক্রিয়া। এ ধরনের বিচার প্রক্রিয়া চলতেই থাকে। এখন নীরব মোদিকে আনতে হবে, দাউদকে আনতে হবে, টাইগার মেমনকে আনতে হবে। তালিকাটি দীর্ঘ"।