নিজস্ব সংবাদদাতা : আজ কুনাল কামরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্ট্যান্ড আপ কমেডি ও বাক স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, “স্ট্যান্ড আপ কমেডির স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু যা খুশি তাই বলা যাবে না। কুনাল কামরাকে ক্ষমা চাইতে হবে, তার বক্তব্য সহ্য করা হবে না।”
/anm-bengali/media/media_files/ZZcNTjXJ8nBsUmVhXefK.jpg)
এরপর তিনি বলেন, “কমেডি অবশ্যই করা যায়, কিন্তু সেটি যদি ইচ্ছাকৃতভাবে আমাদের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে অপমান করার জন্য করা হয়, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য নয়। কুনাল কামরা যে ‘লাল সংবিধান’ বইটি পোস্ট করেছেন, সেটাই কিছুদিন আগে রাহুল গান্ধীও দেখিয়েছিলেন। আসলে এরা দুজনেই সংবিধান পড়েননি। সংবিধান বাক্ স্বাধীনতা দেয়, তবে তার নির্দিষ্ট কিছু সীমা আছে।”