নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ সারাদিনই তোলপাড় হল সংসদ চত্বর। সংসদের বাইরেও চললো প্রতিবাদ, বিক্ষোভ। এদিন এই বিল সংক্রান্ত বিষয়ে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, “ওয়াকফ সংশোধনী বিলটি মন্ত্রিসভা কর্তৃক পাস হয়ে সংসদে পেশ করা হয়েছে। এটি জেপিসিতে পাঠানো হয়েছে। সেখানে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ আবারও, এটি নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। বিলের সবকিছুই দেশের দরিদ্র মুসলমানদের জন্য ভালো করবে। মুষ্টিমেয় কিছু লোকের বন্দীদশায় থাকা পুরো ওয়াকফ বোর্ড থেকে বেরিয়ে আসার একটি উপায় তৈরি করা হয়েছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস এই কারণে অস্থির”।
/anm-bengali/media/post_attachments/5f2d84a5-a8b.png)