৮২ হাজার কোটি টাকা...-নতুন পদে কেন্দ্রীয় মন্ত্রী! কী বললেন?

উন্নয়ন নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
jyotiradityaq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ আসামের গুয়াহাটিতে হাজির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "ডোনার (ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন) মন্ত্রী হিসেবে এটা আমার সফর। তবে এই অঞ্চলের সঙ্গে আমার অনেক পুরনো ও দৃঢ় সম্পর্ক রয়েছে। তাই আমি প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। এটা হবে আমার সংকল্প যে আমাদের উত্তর-পূর্বাঞ্চলের জন্য এই অঞ্চলকে ভারতের অগ্রগতির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর পূর্বোদয় যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবে রূপ দেওয়া – বাজেটের দৃষ্টিকোণ থেকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিপুল ব্যয় বৃদ্ধির নিরিখে গত ১০ বছর ধরে সঠিক পথেই রয়েছে – বাজেটের দিক থেকে ২৪,০০০ কোটি টাকা থেকে প্রায় ৮২ হাজার কোটি টাকায় উন্নীত হওয়া। অবকাঠামোগত দিক থেকে - এটি সড়ক, রেল বা বেসামরিক বিমান চলাচল যাই হোক না কেন। আমাদের লুক ইস্ট নীতি এখন অ্যাক্ট ইস্ট নীতি এবং উত্তর-পূর্বাঞ্চল সেই নীতিতে একটি পিভট হবে।" 

;।,