J&K : হারানো জমি উদ্ধার করাও সরকারের লক্ষ্য, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

পাক (Pakistan) অধিকৃত জম্মু ও কাশ্মীর (J&K) পুনরুদ্ধার এবং ভারতের (India) অংশ করা সরকারের এজেন্ডায় রয়েছে বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

author-image
Pritam Santra
New Update
J&K

নিজস্ব সংবাদদাতাঃ পাক (Pakistan) অধিকৃত জম্মু ও কাশ্মীর (J&K) পুনরুদ্ধার এবং ভারতের (India) অংশ করা সরকারের এজেন্ডায় রয়েছে বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। লন্ডনভিত্তিক জম্মু ও কাশ্মীর বংশোদ্ভূত শিক্ষার্থী ও সামাজিক গোষ্ঠীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দায়িত্ব গ্রহণের পর তিনি অতীতের বেশ কিছু অসঙ্গতি সংশোধনের চেষ্টা করেছেন। 

ad.jpg

তিনি আরও দাবি করেছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ফলে জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে একাত্মতার পরিবেশ তৈরি হয়েছে। দেশের বাকি অংশের মতো সেখানকার মানুষদের সমান অধিকার দেওয়া হয়েছে।