ওয়াকফ সম্পত্তির ওপর মাফিয়াদের আধিপত্য আছে ! ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে এ কি দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা ?

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে "মুসলিমদের ভুল পথে চালনা ও উস্কানি দেওয়ার" অভিযোগ তুললেন হেভিওয়েট বিজেপি নেতা।

author-image
Debjit Biswas
New Update
bjp flag


নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন, বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, "যেভাবে সিএএ নিয়ে মুসলিমদের বিভ্রান্ত করা হয়েছিল এবং শাহীনবাগে বিক্ষোভ করা হয়েছিল, ঠিক তেমন ভাবেই এখন ওয়াকফ আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে। এই বিলে কোথাও এই কথা বলা নেই যে মসজিদ, দরগাহ বা অন্য কোনও ধর্মীয় স্থান, সরকার নিজের দখলে নিয়ে নেবে।"

hussain

এরপরেই তিনি বলেন, "এই বিলের একমাত্র উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির ওপর যে সমস্ত মাফিয়াদের আধিপত্য আছে, তাকে পুরোপুরি শেষ করা।"