নিজস্ব সংবাদদাতা: বিহার রাজ্যে আচমকাই বদল করে দেওয়া হল রাজ্যপাল। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে কেরালার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। তার স্থানে কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে।
এছাড়াও দেশের আরও একাধিক রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। মিজোরামের গভর্নর ডঃ হরি বাবু কামহামপতি ওডিশার গভর্নর নিযুক্ত হয়েছেন। বিজয় কুমার সিং মিজোরামের গভর্নর নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি ভবনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।