Cyclone Biparjoy: ৬০-৭০ কিমি বেগে বইছে হাওয়া, ভয়ঙ্কর পরিস্থিতি

ভারতের আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ 'অতি প্রবল ঘূর্ণিঝড়' হিসেবে জাখাউ বন্দরের কাছে আঘাত হানতে পারে।

author-image
SWETA MITRA
New Update
weather guj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)। ইতিমধ্যে উপকূলবর্তীয় এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কী পরিস্থিতি গুজরাটের? এই বিষয়ে এনডিআরএফ (NDRF)-এর সহকারী কমান্ড্যান্ট নিখিল মুধলকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। আমরা উপকূলীয় এলাকা এবং নিচু এলাকা পর্যালোচনা করেছি এবং সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা রাজ্যবাসীকে ঘরে থাকার এবং সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানাচ্ছি।‘