ফের ভূমিধস ও বন্যার কবলে পড়তে চলেছে দেশ, জানিয়ে দিলেন বিজ্ঞানীরা

সতর্কবার্তা আইএমডি-র।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অতি ভারী বৃষ্টির যেরে গোটা উত্তর ভারত জুড়ে বন্যা এবং ভূমিধসের মত ঘটনা ঘটছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে আগামী মাসে ফের একবার এমন পরিস্থিতি হতে পারে। আইএমডি এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে। 

Floods, landslides kill hundreds in India; experts blame climate change for  intense monsoon | Carbon Copy

জানা গিয়েছে যে, লা-নিনার ফলে সৃষ্ট বৃষ্টিপাতের ফলেই এমন অবস্থার শিকার হতে হবে সাধারণ মানুষকে। আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন , " বর্ষা মৌসুমের দ্বিতীয়ার্ধে, পূর্ব ভারতের উত্তর-পূর্ব এবং সংলগ্ন অঞ্চল, লাদাখ, সৌরাষ্ট্র ও কচ্ছের অনেক অংশ ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক থেকে স্বাভাবিকের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এবং মধ্য ও উপদ্বীপের ভারতের কিছু বিচ্ছিন্ন পকেট যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। "

Indonesia flood, landslide death toll rises to 30 | Arab News

Adddd