নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনা। এই বিষয় নিয়ে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “যে তৃণমূল সরকার নিজেদের 'মা, মাটি, মানুষ'-এর সরকার বলে দাবি করত, তারা 'বোমা, ব্লাস্ট, বালাতকারি বাঁচাও'-এর সরকার হয়ে উঠেছে। এই সরকার ক্ষতিগ্রস্তদের দিকে আঙুল তোলার আগেও দ্বিধা করে না। শাস্তির পরিবর্তে অভিযুক্ত শাহজাহান শেখকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)