শাহ ক্ষমা চান, আর মোদী পদত্যাগ করুন, আম্বেদকর ইস্যুতে দাবি কংগ্রেসের

'এই লোকেরা সংবিধানে বিশ্বাস করে না। তারা মনুস্মৃতির কথা বলে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংবিধান বিতর্ক চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-এর বক্তৃতায় ঝড় উঠেছে সংসদের উভয় কক্ষে। রাজ্যসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এরই মধ্যে এদিন সাংবাদিক বৈঠক করে খাড়গে বলেন, “এই লোকেরা সংবিধানে বিশ্বাস করে না। তারা মনুস্মৃতির কথা বলে। প্রধানমন্ত্রী মোদি অমিত শাহকে রক্ষা করতে ৬ টি টুইট করেছেন। এর কি দরকার ছিল বি আর আম্বেদকরকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেই পারতেন। এই ভাবেই একে অপরের পাপ ঢাকতেন দুজনে মিলে”।

filepic

এদিন এছাড়াও মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমাদের দাবি হল অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত এবং যদি প্রধানমন্ত্রী মোদীর ডঃ বাবাসাহেব আম্বেদকরের উপর বিশ্বাস থাকে তবে তাকে মধ্যরাতের মধ্যে বরখাস্ত করা উচিত। তার মন্ত্রিসভায় থাকার কোনো অধিকার নেই। তাকে বরখাস্ত করা হলেই জনগণ নীরব থাকবে। ডঃ বি আর আম্বেদকরের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত”।

fdgfhmhn