রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌদি যুবরাজের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সৌদির যুবরাজ শেখ আল নাহিয়ান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভারত সফর।

author-image
Shreyashree Banerjee
New Update
Droupadi Murmu

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সৌদির যুবরাজ শেখ আল নাহিয়ান। সোমবার হায়দ্রাবাদ হাউসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভারত সফরে এসেছেন সৌদির যুবরাজ। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

যুবরাজ আল নাহিয়ানকে প্রধানমন্ত্রী মোদীর বুকে জড়িয়ে ধরার ছবিও ভাইরাল হয়েছে। দুই রাষ্ট্রনেতার সম্পর্ককে ঘনিষ্ট বন্ধুত্ব বলে অভিহীত করেছে ভারতের বিদেশমন্ত্রক। রবিবার সন্ধ্যায় দিল্লিতে পা রেখেছেন আবুধাবির যুবরাজ। তাঁর সঙ্গে ছিলেন আবু ধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধিরা।