অহিংস আন্দোলন
বিদেশি পোশাক বাতিল, দেশীয় পোশাক চালু করার নামেই ছিল আন্দোলন। খাদি পোশাকে আত্মনির্ভর হয়ে উঠুক দেশ, সেই লক্ষ্যে ব্রতী হয়ে গান্ধীজীর নেতৃত্বে শুরু হয় অহিংস আন্দোলন। সেই সময় বহু মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে হাসতে হাসতে মৃত্যু বরণ করেছিলেন, তবে শেষমেশ জয় এসেছিল ভারতের। জয়ী হয়েছিল দেশীয় পোশাক।