ভারতের স্বাধীনতা সংগ্রামের দুর্লভ ছবি দেশ "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" স্বাধীনতার কথা বললেই মনে আসে একটাই নাম। তিনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার তার কিছু দুর্লভ চিত্র আপনার মনেও জাগিয়ে তুলবে দেশভক্তি। আপনিও গেয়ে উঠবেন, "বন্দেমাতরম, সুজলাং, সুফলাং..." Shroddha Bhattacharyya 06 Aug 2024 14:06 IST আপডেট করা হয়েছে 07 Aug 2024 15:23 IST Follow Us New Update 1/3 কংগ্রেসের সভা ১৯৩০ সালে পণ্ডিত জওহর লাল নেহেরুর সঙ্গে কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। 2/3 মহম্মদ আলি জিন্নাহ-এর সঙ্গে সাক্ষাৎ ১৯৩৫ সালে মহম্মদ আলি জিন্নাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। 3/3 আইএনএ-এর সঙ্গে বৈঠক ১৯৪০ সালে আইএনএ-এর সঙ্গে বৈঠক করেছিলেন নেতাজি। anm news india Netaji Subhash Chandra Bose independence day Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন