রাধাকুঞ্জে ভক্তদের প্রসাদ বিতরন করলেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর

ডেবরা ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে রাধাকুঞ্জ আও মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হলেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি নিজ হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করেন।

author-image
Debapriya Sarkar
New Update
হুমায়ূন

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রাধাকুঞ্জ আও মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এদিন ওই এলাকায় গিয়ে ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ভক্তদের নিজ হাতে প্রসাদ বিতরণ করেন। এদিন সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, ডেবরা পঞ্চায়েত সমিতির জনসাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ সেখ সাবির আলী সহ অন্যান্যরাও।

Dbjkf