নিজস্ব সংবাদদাতা : আজ সকালে পুনের এক ব্যস্ততম এলাকায় মাঝ রাস্তায়, গাড়ি পার্ক করে দুই যুবক অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুনের ইয়রওয়াড়া থানায় BNS ধারা ২৭০, ২৮১, ২৮৫ এবং মহারাষ্ট্র পুলিশ আইন ও মোটর ভেহিকল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/media_files/knRClTKYw5rS9ItrrAH2.jpg)
ডিসিপি হিম্মত যাদব জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অপরজন পলাতক। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।